TMC Protests in Delhi: দিল্লিতে অভিষেক-সহ দলের সাংসদদের আটকের প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের - দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ
🎬 Watch Now: Feature Video
Published : Oct 4, 2023, 2:17 PM IST
দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের অন্য সাংসদ-বিধায়কদের আটক করার প্রতিবাদে মঙ্গলবার রাতে বীরভূম ও পশ্চিম বর্ধমানে পথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল । এদিন সাঁইথিয়া ও দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়কের ফরিদপুরে বিক্ষোভ দেখানো হয় ৷ দিল্লিতে দলের নেতাদের আটকে রাখলে এ রাজ্যে বিজেপির সব কার্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বীরভূমের তৃণমূল যুব নেতা প্রীতম দাস । দুর্গাপুরের তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায় হঁশিয়ারি দেন যে আজ থেকে ব্লকে ব্লকে আন্দোলন আরও তীব্র হবে ৷
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় যন্তর মন্তর থেকে হেঁটে নয়াদিল্লির কৃষিভবনে পৌঁছন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা ৷ বাংলার মানুষের দাবিদাওয়া অর্থাৎ 100 দিনের কাজের টাকা পাওয়ার কথা চিঠিতে লিখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দফতরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সাংসদ-নেতা ও মন্ত্রীরা । কিন্তু তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের নেতা-মন্ত্রীদের অপেক্ষা করিয়ে সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন । এরপর দফতরেই শুরু হয় ধরনা । সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদ, নেতাদের আটক করে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ ।