Protest on Road Accident: শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুতে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের - শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি
🎬 Watch Now: Feature Video
শুভেন্দুর কনভয়ের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় শুক্রবার রাস্তার উপর দেহ নিয়ে পথ অবরোধ করেন বিক্ষোভ স্থানীয় বাসিন্দা ও তৃণমূল আধিকারিকদের। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দোলা সেন, বিধায়ক সোহম চক্রবর্তী, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতি-সহ অন্যান্য নেতৃত্বরা। বিক্ষোভকারীদের দাবি, খুনী শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। না-হলে পথ অবরোধ তোলা হবে না। পথ অবরোধের জেরে দিঘা-নন্দকুমার 116-বি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে পণ্য বোঝাই গাড়ি থেকে পর্যটকেরা । উল্লেখ্য, গত কাল রাত 10টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দ্রুত গতিতে যাবার সময় রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা শেখ ইসরাফিলকে (33) ধাক্কা মারে বলে অভিযোগ। শুভেন্দুর কনভয়ের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন ওই যুবক । স্থানীয়রা উদ্ধার করে চণ্ডিপুর এড়াশাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর উত্তপ্ত হয়ে পড়ে এলাকা । রাতেই দিঘা নন্দকুমার 116-বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিবার সূত্রে খবর, রাতেই চণ্ডীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।