'ফিটনেস ফর অল' স্লোগানে ম্যারাথন দৌড়ে হাজির অভিনেত্রী প্রিয়াঙ্কা
🎬 Watch Now: Feature Video
Published : Dec 17, 2023, 12:33 PM IST
Priyanka Sarkar in Marathon Race: দুর্গাপুরের একটি বেসরকারি লৌহ ও ইস্পাত কারখানায় দ্বিতীয় বর্ষের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দুর্গাপুরে। দুর্গাপুরের গান্ধি মোড় ময়দান থেকে এই ম্যারাথন প্রতিযোগিতার সূচনা হয় রবিবার সকালে। কর্তৃপক্ষ জানান, এবছর প্রায় 4 হাজার প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বসাধারণের জন্য 10 কিলোমিটার, দুর্গাপুরবাসীর জন্য 5 কিলোমিটার, শিশুদের জন্য 2 কিলোমিটার । এছাড়াও মহিলারা অংশগ্রহণ করেন এই অভিনব ম্যারাথনে 2 কিলোমিটার পর্যন্ত।
আনুমানিক 5 লক্ষ টাকার পুরস্কার প্রদানের ঘোষণাও করা হয় কর্তৃপক্ষের তরফ থেকে। এই ম্যারাথন দৌড়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট কুমার গৌতম ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি কারখানার বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য টি-শার্টের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। তারা আশাবাদী প্রথম বছরের মতো দ্বিতীয় বছরও এই ম্যারাথন প্রতিযোগিতা শহরে যথেষ্ট সফলতা অর্জন করেছে।
'ফিটনেস ফর অল' স্লোগান তুলে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বলেন, "দুর্গাপুর আমার খুব ভালোলাগার জায়গা। আমরা সবাই শারীরিকভাবে সুস্থ থাকি এই লক্ষ্য নিয়েই এই ম্যারাথন দৌড়ের আয়োজন এবং 4 হাজার প্রতিযোগী অংশ নেয়। এটা একটা দারুণ ব্যাপার।"