Priyanka in Coronation: চার্লসের রাজ্যাভিষেকে বঙ্গতনয়া, ভার্চুয়ালি উপস্থিত ডিজাইনার প্রিয়াঙ্কা
🎬 Watch Now: Feature Video
হুগলির প্রিয়াঙ্কা মল্লিক ৷ রাজ্যাভিষেকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি কনসোর্ট ক্যামিলার ড্রেস ডিজাইন করেছেন তিনি । ফলে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র এসেছিল সুদূর লন্ডন থেকে ৷ রাজ্যাভিষেকে থাকার অনুরোধ জানিয়ে এসেছিল ট্রান্সকন্টিনেন্টাল ই-মেইল ৷ যদিও আমন্ত্রণ পেলেও শারীরিক কারণে সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রিয়াঙ্কা ৷ সকাল থেকেই ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি ৷ রাজা তৃতীয় চার্লস অভিষেকে যে প্রজাপতি ব্রোচটি পরেছেন, তার ডিজাইন প্রিয়াঙ্কারই হাতে তৈরি ৷ এছাড়াও, রানি কনসোর্ট ক্যামিলার গাউনটির নকশাও তৈরি করেছেন হুগলির কন্যা ৷ তাঁর ডিজাইনের প্রশংসা এসেছে খোদ বাকিংহাম প্যালেস থেকে ৷
ইতালির মিলান, হার্ভার্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন প্রিয়াঙ্কা মল্লিক । শৈশব থেকেই ডিজাইনিং এবং আঁকার অনুরাগী তিনি ৷ রানি এলিজাবেথ যে পোশাক পরতেন, তা মুগ্ধ করেছিল তাঁকে ৷ পরে ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি তাঁর আগ্রহের থেকে এই শিল্পে নিজের মেধা বিকশিত করেন তিনি ৷ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে ভার্চুয়ালি আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনিং কোর্সে যোগ দেন এবং তাঁর কাজের জন্য স্বীকৃতি পান প্রিয়াঙ্কা।