Rath Yatra of Mahesh: চন্দন যাত্রা দিয়ে শুরু হল মাহেশের রথের প্রস্তুতি - Rath Yatra 2023
🎬 Watch Now: Feature Video
মাহেশের স্নান যাত্রার আগে শুরু হয় চন্দন যাত্রা । যা অক্ষয় তৃতীয়ার দিনে পালন হয় । আজ থেকে আগামী 42 দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন । তারপর হয় স্নানযাত্রা উৎসব । সেই সঙ্গে শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ ৷ এদিন বহু ভক্ত মন্দিরে পুজো দিতে আসেন । রীতি অনুযায়ী, স্নান করে কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের । তাই ভক্তদের জন্য দু'সপ্তাহ মন্দিরের দরজা বন্ধ থাকে । কথিত রয়েছে, কবিরাজের পাচন খেয়ে জ্বর সারলে মন্দিরের দরজা ফের খোলে । এরপরই মাহেশের মূল মন্দির থেকে রথে চেপে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা মাসির বাড়ি যান । এবছর পঞ্জিকা মতে আগামী 20 জুন রথযাত্রা উৎসব ।
মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত ও জগন্নাথ মন্দির সেবা ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী জানান, অক্ষয় তৃতীয়া হল একটি অত্যন্ত শুভ দিন।বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব দিবস। অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথের চন্দন যাত্রা উৎসব হয়। 627 বছর ধরে দারু কাঠের জগন্নাথ মূর্তি একই রকম রয়েছে । শুভকাজের কোনও ক্ষয় নেই এদিন । এটাই মাহেশ জগন্নাথের মাহাত্ম্য । বিয়াল্লিশ দিন পর পিড়ির মাঠে হবে স্নানযাত্রা উৎসব ।ঘরা ঘরা গঙ্গা জল ও দেড় মন দুধ দিয়ে স্নান করানো হবে জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে।