Panchayat Elections Result 2023: বাসন্তীতে বিজেপির বিজয় মিছিলে পুলিশের লাঠি, পুকুরে ঝাঁপ কর্মীদের - বলে অভিযোগ বিজেপির
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে জেতার পর রীতিমতো উচ্ছ্বসিত বিজেপি। আর জয়ের পর বিজয় মিছিলও বের করে পদ্ম শিবির ৷ অভিযোগ, বিজেপির সেই মিছিলেই আচমকা লাঠি চার্জ শুরু করে পুলিশ ৷ কোনও প্ররোচনা ছাড়াই তাড়া করে বিজেপি কর্মীদের পুকুরে ফেলে দেয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফলাফলের দিন পুলিশের এই অতিসক্রিয়তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার পুলিশের মার থেকে বাঁচতে কার্যত পুকুরে ঝাঁপ দিতে দেখা গেল বিজেপি কর্মী-সমর্থকদের ৷ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাসন্তী। বিজেপির দাবি, তাঁদের প্রার্থী জিতেছেন ৷ এরপরই বিজেপির কর্মী-সমর্থকরা প্রার্থীকে নিয়ে মিছিল বের করেন এলাকায় ৷ খেলা হয় আবিরও ৷ সেই সময় তৃণমূলের মিছিলেও আবির খেলা হচ্ছিল বলে জানা যায়। অভিযোগ, বিজেপির বিজয় মিছিল থেকে আবির গিয়ে পুলিশের গায়ে পড়ে। আর এরপরই নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপির। পুলিশের মার থেকে বাঁচতেই বিজেপি কর্মীরা পুকুরে ঝাঁপ দেন। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।