Police and RPF Arrest 6 Persons: ট্রেনে ছিনতাই, পুলিশ-আরপিএফের যৌথ অভিযানে গ্রেফতার 6 - ট্রেনে চুরি ও ছিনতাই
🎬 Watch Now: Feature Video
দীর্ঘদিন ধরে ট্রেনে চুরি-ছিনতাই হচ্ছে বলে অভিযোগ উঠছিল । তাতেই ঘুম উড়েছিল শিলিগুড়ি পুলিশ ও আরপিএফ জওয়ানদের ৷ ছিনতাইকারীদের ধরতে বেশকয়েকদিন ধরেই চলছিল অভিযান ৷ গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার অভিযান চালায় পুলিশ ও আরপিএফ জওয়ানরা ৷ সেই অভিযানেই উত্তরপ্রদেশে ক্যাপিটাল এক্সপ্রেস থেকে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও আরপিএফ জওয়ান ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে ।
ধৃতদের নাম, অনিল কুমার, সত্যবান, সঞ্জয় কুমার, রাজবীর, বিজয়ন্দর এবং সন্দীপ । প্রত্যেকেই হরিয়ানার লিফতার এলাকার বাসিন্দা । উত্তরপ্রদেশ থেকে এই 6 জনকে গ্রেফতার করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে, সম্প্রতি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাত্রীদের সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল ৷ তারপরেই গা ঢাকা দেয় অভিযুক্তরা ।
এই প্রসঙ্গেই রেলওয়ে পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "বহুদিন থেকেই ট্রেনে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছিল বলে অভিযোগ পাচ্ছিলাম আমরা। এরপর 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা দীর্ঘদিন ধরেই এই কাজ করত ৷ আমরা অভিযান চালিয়ে 6 অভিযুক্তকে ধরতে পেরেছি ৷ এই ছিনতাই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।"