Cyclone Sitrang: 'দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত', সিত্রাং আছড়ে পড়ার আগে দাবি মন্ত্রীর - বারাসত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 23, 2022, 7:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

দুর্যোগ মোকাবিলায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না ৷ বারাসতে সাংবাদিকদের প্রশ্নের মুখে একথা বললেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick) ৷ রবিবার বারাসতে একটি পুজো মণ্ডপের উদ্বোধন করতে আসেন তিনি ৷ এদিকে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) ৷ স্বাভাবিরভাবেই প্রশ্ন উঠছে, দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্যের প্রশাসন ? এদিন সেই প্রশ্নের উত্তরেই মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী নিজে বিষয়টির তদারকি করছেন ৷ এটুকু বলতে পারি, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর কোথাও যদি কোনও ক্ষতি হয়, তাহলে তা সঙ্গে সঙ্গে মেরামত করার চেষ্টা করবে প্রশাসন ৷ তার জন্য আমরা প্রস্তুত রয়েছি ৷ অন্যদিকে,সুন্দরবনের উপকূলবর্তী অনেক জায়গায় এখনও পাকা বাঁধ তৈরি হয়নি ৷ যার জেরে আতঙ্কিত হয়ে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা ৷ এই পরিস্থিতির জন্য কেন্দ্রের ঘাড়েই দোষ চাপিয়েছেন রাজ্যের মন্ত্রী ৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দিলে সব জায়গাতেই পাকা বাঁধ তৈরি করা হবে ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.