Biggest Ravana Effigy: দেশে সবচেয়ে লম্বা ! 20 লক্ষ টাকায় তৈরি হরিয়ানার 171 ফুটের রাবণ পুড়বে দশেরায় - Biggest Ravana Effigy
🎬 Watch Now: Feature Video
Published : Oct 22, 2023, 1:19 PM IST
আগামী 24 অক্টোবর দশেরা । আর এই দিনে রাবণ দহনের অপেক্ষায় চণ্ডীগড়ের মানুষ । হরিয়ানার পাঁচকুলা জেলায় তৈরি হয়েছে 171 ফুটের রাবণ ৷ শালিমার গার্ডেনে 3 মাস ধরে 25 জন কারিগর মিলে 171 ফুটের রাবণের কুশপুতুল তৈরি করেছেন ৷ মনে করা হচ্ছে, এটিই এ বছর দেশের সবচেয়ে লম্বা রাবণের কুশপুতুল । দশেরার আয়োজন করছে শ্রী মাতা মনসা দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং শ্রী আদর্শ রামলীলা ড্রামাটিক ক্লাব । রাবণের এই কুশপুতুলটিই এ বার এলাকার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । ক্রেনের সাহায্যে এই কুশপুতুল তৈরি করা হয়েছে । যার জন্য খরচ পড়েছে 20 লাখ টাকা ৷ প্রায় 25 কুইন্টাল লোহা ব্যবহার করা হয়েছে এই কুশপুতুল তৈরিতে । এ ছাড়াও লেগেছে তিন হাজার মিটারেরও বেশি মাদুর এবং প্রায় একই পরিমাণ কাপড় । রাবণের মুখ তৈরিতে যে ফাইবার ব্যবহার করা হয় তা প্রায় এক কুইন্টালের । এই রাবণে ব্যবহৃত পটকাগুলির বিষয়েও বিশেষ জোর দেওয়া হয়েছে । এতে ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব আতশবাজি, যা বিশেষভাবে তামিলনাড়ু থেকে সংগ্রহ করা হয়েছে । পাঁচকুলার এই বৃহত্তম 171 ফুটের রাবণ রিমোটের সাহায্যে পোড়ানো হবে । এর আগে, আম্বালার তেজেন্দ্র সিং রানা বিশ্বের সবচেয়ে লম্বা রাবণ তৈরি করেছিলেন, যার উচ্চতা ছিল 220 ফুট । তিনি 2019 সালে চণ্ডীগড়ের ধানাস গ্রামে এই কুশপুতুল তৈরি করেন । লক্ষাধিক মানুষ সে বার রাবণ দহন দেখতে এসেছিলেন ।