Arms Recovered: পুজোর মরশুমে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারে - চাঞ্চল্য কোচবিহারে
🎬 Watch Now: Feature Video
পুজোর মরশুমে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে (Arms Recovered)। গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার ভোর 4টা নাগাদ তপন সরকার নামে যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে (One arrests by Kotwali Police) । তার কাছ থেকে 4টি বন্দুক ও 6টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ । কোচবিহার শহরের মিনি বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি কোচবিহার চান্দামারী এলাকায় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান এগুলো বিক্রি করার জন্য নিয়ে আশা হয়েছিল ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST