Ram Navami Procession: কোচবিহারে রামনবমীর মিছিলে নিশীথ, তুফানগঞ্জে পুলিশি বাধার মুখে বিশ্ব হিন্দু পরিষদ - রামনবমীর মিছিল
🎬 Watch Now: Feature Video
কোচবিহারে রামনবমীর মিছিলে (Ram Navami Procession in Cooch Behar)) হাঁটলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । এদিন কোচবিহার জেনকিন্স স্কুলের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহর ঘুরে রাসমেলার মাঠে শেষ হয় । মিছিলের পুরোভাগে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে, বিধায়ক মিহির গোস্বামী প্রমুখ । নিশীথ জানান, তিনি এদিন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবে এই পদযাত্রায় পা মিলিয়েছেন । পাশাপাশি অন্য চিত্র তুফানগঞ্জের শালবাড়িতে ৷ সেখানে পুলিশি বাধার মুখে পড়ল রামনবমীর শোভাযাত্রা । এই ঘটনায় পুলিশের উপরে ক্ষোভ উগরে দেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা । ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় । দীর্ঘক্ষণ তর্ক-বিতর্কের পর অল্প কিছুক্ষণের অনুমতি দেওয়া হয় শোভাযাত্রার ।