বড়দিনের পসরায় সেজে উঠেছে নিউ মার্কেট, জমিয়ে কেনাকাটায় ব্যস্ত শহরবাসী - বড় দিনের শহর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 10:03 PM IST

New Market is Decorated for Christmas Evening: হাতে গোনা আর মাত্র ন'দিন। তারপরেই বড়দিনের উৎসবে গা ভাসাবে মহানগর । অন্যান্য বছরের থেকে এই বছর শীতও একটু আগেই এসে পড়েছে ৷ তাই শীতের পরশ গায়ে মেখে বড়দিনের সাজে ঘর সাজাতে ব্যস্ত তিলোত্তমাবাসী ৷ প্রস্তুতিও চলছে জোর কদমে ৷ কেকের সঙ্গেই চলছে বড় দিনের গাছ, ঘণ্টা, সান্তা টুপি, জামা, স্টার ও আরও হরেক রকম সাজানোর জিনিস পত্র কেনা । নিউমার্কেট চত্ত্বরে বাড়ছে ভিড় । পাল্লা দিয়ে বাড়ছে মরশুমি দোকান। 

নিউমার্কেট সংলগ্ন এলাকায় প্রায় 40 বছর দোকান দিচ্ছেন ব্যবসায়ী মহম্মদ আমন ৷ তিনি বলেন, "অনলাইনে বড় দিনের সমস্ত জিনিসপত্র বিক্রি হওয়ায় আগের থেকে বিক্রি কমেছে ৷ তবে খুব একটা নয় ৷ অনেকেই আছেন যারা এখনও হাতে করে দেখে শুনে জিনিস কিনতে বেশি পছন্দ করেন ৷ ক্রেতারা এসে দেখে পছন্দ করে কিনছেন ।" এখনও পর্যন্ত চেন, ক্রিসমাস ট্রিগুলোই ভালো বিকোচ্ছে । জিনিসপত্রের দাম বৃদ্ধির ছাপ এখানেও পড়েছে । মাঝারি মাপের ক্রিসমাস ট্রি'র দাম 350-500 টাকায় বিকোচ্ছে ৷ তবে বড় গাছগুলো আরও বেশি দাম। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.