Groom Donates Blood: নিকাহ কবুলের আসর থেকে উঠে গিয়ে রক্তদান পাত্রের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 16, 2022, 3:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

কাজির সামনে সাদি কবুলের মূহূর্তে বিয়ের আসর থেকে উঠে গিয়ে রক্তদান শিবিরে ছুটলেন দুলহা (Groom Donates Blood)। রক্তদান করেই নতুন জীবন শুরু করতে চান তিনি । বেনজির এই দৃশ্য দেখে অবাক বিয়েবাড়ির কয়েকশো আমন্ত্রিত অতিথি । শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের ধুলিয়ান শহরের দিঘরি পল্লির বাসিন্দা কাজল শেখের বিয়ের আসর বসেছিল পাশেই কাঁকুড়িয়ায় । পাত্রীর নাম রিঙ্কি খাতুন । সবেমাত্র কাজি বিয়ের কলমা পড়তে শুরু করেছেন । এর পরেই দুলহা দুলহনের নিকা কবুলের পর্ব । ঠিক সেই মূহূর্তেই বন্ধু আলাউদ্দিন শেখের ফোন আসে । ফোনের অপর প্রান্ত থেকে আলাউদ্দিন জানান, ডাকবাংলায় রক্তদান শিবির চলছে । কিন্তু আজ তোর বিয়ে । জবাবে পাত্র কাজল শেখ বলেন, "বিয়ে তো কী হয়েছে ! আমি আসছি ।" সবাই শুনে হতবাক । কিন্তু কারও কোনও বাধা না মেনে সোজা রক্তদান শিবিরে হাজির হয়ে রক্তদান করলেন বর ৷ এরপর সেখান থেকে ফিরে এসে নিকাহ কবুল করেন তিনি । তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সবাই ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.