Namashi Bollywood Debut: 'ব্যাড বয়'-এর হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন মিঠুন-পুত্র নমশির - Namashi Bollywood Debut

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 29, 2023, 8:47 PM IST

রাজকুমার সন্তোষী পরিচালিত হিন্দি ছবি 'ব্যাড বয়'-এর হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছোট ছেলে নমশি চক্রবর্তী (Namashi Chakraborty) ৷ বিপরীতে আমরিন কুরেশি। রাজকুমার সন্তোষীর এই ছবিতে মধ্যবিত্ত ঘরের ছেলের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন-পুত্র। মঙ্গলবার ছবির প্রচারে বাপ-ঠাকুরদার শহরে পা রেখেছিলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগে ভেসে যান অভিনেতা নমশি ৷ কতদিন পর কলকাতায় এসেছেন এই প্রশ্নে নমশি জানান, পাক্কা তিন বছর পর এলাম। অনেকদিন হয়ে গিয়েছে। খুব ভালোলাগছে। বাবা আর ঠাকুরদার জন্মস্থান এই কলকাতা। এখানে এসে ভালো না লেগে পারে আমার?

বাবার সাম্প্রতিককালের বাংলা ছবি 'প্রজাপতি' নিয়েও ভালোলাগার কথা জানান তিনি। এদিন নিজের বাবার গলা নকল করেও শোনান নমশি। অভিনয়ে আসার পর বাবা মিঠুন অভিনয়ের কোনও টিপস দিয়েছেন কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বাবা বলেছেন পরিচালকের নির্দেশ মেনে চলতেন। ব্যস, এটুকুই। এরপর নমশিকে বাংলায় দু লাইন কথা বলতে বললে তিনি অকপটে স্বীকারোক্তি দিয়ে জানান, এটা আমাকে করতে বলবেন না। এটা আমি পারি না। আমার বাড়িতে কেউ বাংলায় কথা বলে না। আমি তাই বাংলাটা একেবারেই বলতে পারি না। কিন্তু বুঝতে পারি সবটা। তাতে আমার অসুবিধা হয় না। বলতে গেলেই আমার অসুবিধা হয়। আমি তোমাকে ভালোবাসি আর কেমন আছো ছাড়া বিশেষ কিছুই আমি পারি না।
পাশাপাশি অভিনেত্রী আমরিন জানিয়েছেন, কলকাতায় আসার আগে যতটুকু পেরেছেন বাংলা শিখে এসেছেন। ছবির প্রচারে আসার আগে কলকাতার বিখ্যাত স্ট্রিটফুড ফুচকাও খেয়েছেন তিনি। তালিকায় রয়েছে বিরিয়ানি ও সন্দেশও ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.