Kolkata Metro Rail: খুব শীঘ্র কলকাতা বিমানবন্দর থেকে মেট্রো পরিষেবা, দিনক্ষণ জানিয়ে দিল রেল - মেট্রো
🎬 Watch Now: Feature Video
Published : Aug 22, 2023, 6:34 PM IST
শহরবাসীর জন্য সুখবর ৷ সম্ভবত 2024 সালের ডিসেম্বর মাসে কলকাতা বিমানবন্দর থেকে শুরু হতে চলেছে মেট্রো চলাচল ৷ এমনটাই মঙ্গলবার জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি । পাশাপাশি 2025 সালের ডিসেম্বর মাসে কলকাতা বিমানবন্দর থেকে দ্বিতীয় রুটের মেট্রো লাইনের কাজ শুরু করা চিন্তাভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।
এ দিন কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ওরেঞ্জ লাইন পরিদর্শন করেন তিনি ৷ এরপরে বিমানবন্দর এলাকায় সাংবাদিক বৈঠকে পি উদয় কুমার রেড্ডি জানান, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে চলতি বছরের ডিসেম্বর মাসে । পরবর্তী পদক্ষেপে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের কাজ শেষ হবে সামনের বছর জুন মাসের মধ্যে । আগামী বছর ডিসেম্বরের মধ্যেই মেট্রো চলাচল শুরু হবে কবি সুভাষ থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত ।
মেট্রো রেলের জিএম আরও জানান, 2025 সালের ডিসেম্বর মাসে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের । তবে সেটা সম্ভব না হলে 2026-এর জুন মাসে শুরু হবে এই পরিষেবা । তবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া হয়ে কলকাতা বিমানবন্দরে মেট্রো রেল পৌঁছবে । তাঁর কথায়, কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুটের নিরীক্ষণ করা হয়েছে । এর পাশাপাশি কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনটিকে কলকাতা বিমান্দরের মতোই পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে করা হবে ।