Kali Puja 2023: 600 বছর অতিক্রান্ত, মাটিতেই থাকেন মা মাটিয়া কালী - Matia Kali Puja

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 12:34 PM IST

দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের আমিনপুরের মা মাটিয়া কালীর পুজোর বয়স প্রায় 600 বছর ৷ মা মাটিয়া কালী এখানে থাকেন মাটিতে ৷ তাই জমিদাররাও শয়ন করতেন মাটিতেই । সেই রীতিনীতি মেনে এখনও হয়ে আসছে মা মাটিয়া কালীর পুজো । মাটিয়া কালীর পুজো শুরু করেছিলেন অধুনা বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত হরিপুর বড়তড়ফ স্টেটের তৎকালীন জমিদার গৌরীপ্রসাদ চৌধুরী । এখন জমিদারি না থাকলেও তাঁর পরিবার-সহ আমিনপুর গ্রামের সকলেই এই পুজায় অংশ নেয় ।  

বট গাছের নীচে বিশাল উঁচু মাটির বেদীতে মাটিয়া কালী পূজিত হন রটন্তী কালী হিসেবে। আমিনপুর গ্রামকে শত্রুর হাত থেকে রক্ষার জন্য রাজস্থান থেকে একসময় ক্ষত্রিয় রাজপুত লাঠিয়ালদের আনিয়েছিলেন তৎকালীবন জমিদারেরা । সেই লাঠিয়ালরা বংশপরম্পরায় এখন মন্দিরে প্রধান সেবাইত হিসেবে কাজ করেন । কথিত আছে, মাটিয়া কালীর যে স্থানে মায়ের পুজো হয়, সেই স্থানে পাকামন্দির নির্মাণ করা যায় না । লোকমুখে প্রচলিত মাটিয়া কালীর মন্দির নেই বলে জমিদারেরা কেউ পালঙ্কে ঘুমাতে পারতেন না ৷ মাটিয়া কালীর স্বপ্নাদেশেই সকলে ঘুমোতেন মাটিতে বিছানা করে । তপন দেবনাথ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "শুধু আমিনপুর নয়, সমস্ত এলাকায় এই মা মাটিয়া কালী কুলো দেবী নামেই পরিচিত । এই এলাকায় কোনও অনুষ্ঠান হলে সেই বাড়ির লোকজন আগে এসে মা মাটিয়া কালীর পুজো দেন ৷ তারপরেই বাড়ির অনুষ্ঠান সম্পন্ন হয় ।" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.