Gujarat Fire: গুজরাতের খেড়া জেলায় প্লাসটিক কারখানায় ভয়াবহ আগুন, দেখুন ভিডিয়ো - আগুনের আকার ভয়াবহ
🎬 Watch Now: Feature Video
গুজরাতের খেড়া জেলার অন্তর্গত গোবলেজ গ্রামের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। সাত সকালে এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ দাহ্য পদার্থ হওয়ার কারণে আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের 8টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে মুহূর্তের সব পুড়ে ছাই হয়ে যায় ৷ যদিও আগুবন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি ৷ পাশপাশি আগুনের দাপট এতটাই যে আকাশ কালো ধোঁয়ার ঢেকে যায়। ফায়ার ব্রিগেডের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে গোবলেজ গ্রামের ওই প্লাস্টিক কারখানার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমটায় বিষয়টা সেভাবে বুঝতে পারেননি। ভেবেছিলেন কাজ হচ্ছে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার পিছনের দিক। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই বাড়ি থেকে বালতি-গামলা করে জল এনে ঢালতে থাকেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। খবর দেওয়া হয় দমকল বিভাগে ৷