New Town Fire Incident: নিউটাউনে সুখবৃষ্টি আবাসনের কাছে 15টি দোকানে বিধ্বংসী আগুন, দেখুন ভিডিয়ো - Massive Fire breaks out at New Town

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 11, 2023, 9:45 AM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ভয়াবহ আগুন নিউটাউনে ৷ শুক্রবার মাঝরাতে হঠাৎ শাপুর্জি সুখবৃষ্টি আবাসনের সামনে পরপর প্রায় 15gfটি দোকানে আগুন লাগে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ দমকলবাহিনীকে খবর দেওয়া হয় ৷ স্থানীয়রা প্রথমে দু'টি দোকানে আগুন দেখতে পায় ৷ তড়িঘড়ি দমকলকে খবর দিলে বিধাননগর দমকল স্টেশন থেকে 3টি ইঞ্জিন এবং নিউটাউন দমকল স্টেশন থেকে 1টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ এর মধ্যে সেই আগুন দ্রুত গতিতে পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে ৷ কয়েকটি দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় সেই সিলিন্ডারগুলি ফেটে যায় । দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ স্থানীয়দের প্রাথমিক অনুমান, দোকানগুলির উপর দিয়ে হাই টেনশন তার গিয়েছে ৷ সেই তারেগুলির মধ্যে একটি তার ছিঁড়ে কোনও ভাবে দোকানে আগুন লেগে যায় ৷ এ থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দমকল আধিকারিকেরা কিছু বলতে পারেননি ৷ পাশাপাশি হতাহতের কথাও জানা যায়নি শনিবার সকাল পর্যন্ত ৷ তবে এক দোকান মালিক তনুজা বিবি জানালেন, তাঁর দোকান সমেত মোট 4টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে (Shops burnt in fire near New Town Shapoorji Pallonji Shukhobrishti Housing Complex) ৷ 

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.