Sanjay Gandhi Death Anniversary : সঞ্জয় গান্ধির 42তম মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধা জানিয়ে টুইট করল কংগ্রেস - সঞ্জয় গান্ধির মৃত্যুবার্ষিকী
🎬 Watch Now: Feature Video
আজকের দিনেই দিল্লির সফদরজঙ্গ বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধি ৷ ইন্দিরা গান্ধির দ্বিতীয় পুত্র মায়ের রাজনৈতিক কাজকর্মের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন ৷ 1980 সালে মাত্র 34 বছরে মারা যান সঞ্জয় ৷ পরবর্তীকালে তাঁর স্ত্রী মানেকা গান্ধি ও পুত্র বরুণ গান্ধি বিজেপিতে যোগ দেন ৷ আজ শান্তিবনে তাঁর সমাধিস্থলে এসে শ্রদ্ধার্ঘ্য জানালেন স্ত্রী-পুত্র (Maneka Gandhi and Varun Gandhi pay tribute to Sanjay Gandhi on his death anniversary) ৷ কংগ্রেসও টুইট করে লিখেছে, "তাঁর সময়ের থেকে এগিয়ে থাকা নেতা-সাংসদকে শ্রদ্ধার্ঘ্য ৷"
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST