Rathin Slams Opposition: মমতা মধ্যাহ্নের সূর্য, তাকালেই ঝলসে যাবেন; হুঁশিয়ারি রথীনের - রথীন ঘোষ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 23, 2022, 7:43 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

"মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মধ্যাহ্নের সূর্য । তাঁর দিকে তাকালে উত্তাপেই সবাই ঝলসে যাবেন ৷" এ বার বিরোধীদের উদ্দেশে এভাবেই হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Slams Opposition)। বারাসত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত শাসনে এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী (Rathin Ghosh) বলেন, "দুপুরবেলা সূর্য যখন মধ্যগগনে থাকে, তখন কেউ কি তাঁর দিকে তাকাতে পারে ? তাকালেই চোখ ঝলসে যাবে । মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মধ্যাহ্নের সূর্য । তাঁর দিকে যে-ই তাকাক, সে-ই ঝলসে যাবে । সেইজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করেন অনেকেই । কারণ তিনি সবসময় সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন ৷" এ দিন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধরনা-অবস্থান ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 'অতি সক্রিয়তা' নিয়েও সরব হন খাদ্যমন্ত্রী ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.