Madhyamik Results 2023: মাধ্যমিকে দ্বিতীয় ও তৃতীয় রিফাত-মাহির স্বপ্ন চিকিৎসক হওয়া - মাহির হাসান মাধ্যমিকে তৃতীয়
🎬 Watch Now: Feature Video
মালদার বাসিন্দা রিফাত হাসান সরকার এবং মাহির হাসান ৷ দু’জনেই মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র ৷ বর্তমানে শিলিগুড়িতে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেডিক্যাল জয়েন্টের প্রস্তুতি নিচ্ছে ৷ এবার মাধ্যমিকের মেধাতালিকায় তারা দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে ৷ রিফাত হাসান সরকরা 691 নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকারী এবং 690 নম্বর পেয়ে মাহির হাসান তৃতীয় ৷ তারা দু’জন যেমন একই স্কুলের ছাত্র, একই পাড়ায় বাড়ি ৷ এমনকি তাদের ভবিষ্যৎ স্বপ্নও এক ৷ বড় হয়ে চিকিৎসক হতে চায় দু'জনেই ৷ তাই শিলিগুড়ির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে তার প্রস্তুতি নিচ্ছে ৷
মাধ্যমিকে মেধাতালিকায় নাম থাকতে পারে সেটা বিশ্বাস ছিল ৷ কিন্তু, দ্বিতীয় স্থানে থাকবে সেটা আশা করেনি রিফাত হাসান সরকার ৷ আর এর পিছনে স্কুলের মহারাজ (শিক্ষক)-দের অবদান অনেক বলে জানাল সে ৷ একই কথা মাহির হাসানের ৷ জানালেন, স্কুলে নেওয়া টেস্ট তাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করেছে ৷ দুই বন্ধুই ক্রিকেট খেলতে পছন্দ করে ৷ মাহির হাসানের পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ৷ সে অবসর সময়ে কি-বোর্ড বাজায় ৷ আবার রিফাত অবসর সময়ে গল্পের বই পড়তে পছন্দ করে ৷