Holi Special Sweet: আনলিমিটেড স্বাদ পেতে এবার ঘরেই বানান বেসন লাড্ডু - laddu recipes
🎬 Watch Now: Feature Video
বেসন লাড্ডু ৷ এই মিষ্টিকে ঘিরে বাঙালি-অবাঙালি সকলেরই মধুর স্মৃতি অনেক বেশি ৷ তবে বেশিরভাগই আমরা বাজার থেকে রেডিমেড প্যাকেজিংয়ের বেসন লাড্ডু কিনে থাকি ৷ কিন্তু ভেবে দেখেছেন কী, বাজার থেকে কেনা প্যাকেটে মাত্র কয়েকটা থাকে ৷ এই লাড্ডু যদি বাড়িতে বানাতে পারেন তবে যত ইচ্ছে খেতে কোনও বাধা থাকবে না (How to Make Besan Laddus)৷ পকেটও সাশ্রয় হবে ৷ আর মন ভরে নিজে খাওয়ার পাশাপাশি খাওয়ানোও যাবে ৷ চাইলে উপহার হিসেবেও দিতে পারেন নিজের হাতে বানিয়ে ৷ ঘি ও ভাজা বেসনের সুগন্ধ আপনাকে আকৃষ্ট করবেই ৷ আর শুকনো মিষ্টি হওয়ার ফ্রিজ ছাড়াও বেশ কয়েকদিন ভালো থাকবে ঘরোয়া আবহাওয়ায় ৷ এবারের হোলিতেই তাহলে প্রথম ট্রাই হয়ে যাক বাড়িতে ৷ ইটিভি ভারত দিচ্ছে রেসিপি ৷