Madan Mitra Song: বিশ্বকাপ ও পঞ্চায়েত ভোটের থিমে গান গাইলেন মদন - Madan Mitra Sings

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 11, 2022, 8:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

এ বার কাতারবাসী শুনতে চলেছেন মদন মিত্রের গান । সামনে পঞ্চায়েত ভোট (Panchayat elections) এবং ফুটবলের বিশ্বকাপ (World Cup)৷ এই দুইকে থিম ধরে গান বাঁধলেন মদন মিত্র (Madan Mitra Sings)। সেখানে বিরোধী দলকে বিঁধতেও ছাড়েননি তিনি । শুক্রবার সেই গান রেকর্ড করলেন কামারহাটির বিধায়ক । এ বছর কাতারে বসে মমতা বন্দ্যোপাধ্যাযের ছবি হাতে নিজের গান শুনবেন বলে জানালেন মদন মিত্র (Madan Mitra Song)। তাঁর গানে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে একসঙ্গে 'সুসু' বলে কটাক্ষ করেছেন তিনি ৷ এছাড়াও সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, ইডি, ডোন্ট টাচ মি- গানের কথায় এমন নানা ইস্যু তুলে ধরে বিরোধীদের একহাত নিয়েছেন মদন ৷ তিনি জানান, আমি পার্টি করি তৃণমূল আর দল আমার ব্রাজিল । আমি চেষ্টা করব বিশ্বকাপের আগে পঞ্চায়েত ভোটের আগে কাউকে নিয়েও আসার । যাঁরা জানেন কেন্দ্র কী করছে রাজ্যের সঙ্গে, তাঁদের এই গান ভালো লাগবে । যাঁরা স্বাধীনতায় বিশ্বাসী তাঁদের এই গান ভালো লাগবে ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.