Locket Slams Partha : এসএসসি দুর্নীতিতে পার্থকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি লকেটের - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
এসএসসির নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে দু’বার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Bengal Minister Partha Chatterjee) ৷ তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারে শিক্ষা দফতর সামলাতেন, সেই সময় এই দুর্নীতি হয় বলে অভিযোগ ৷ স্বাভাবিকভাবেই তাই তাঁর নামও জড়িয়ে গিয়েছে ৷ এই ইস্যুতে শুক্রবার পার্থর বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ৷ এদিন বীরভূমে বোলপুরে বিজেপির কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সেখানে তিনি বলেন, ‘‘বহু আর্থিক তছরূপ করেছেন পার্থ চট্টোপাধ্যায় । তাই ইডি তদন্তে নেমেছে। বড় বড় রাঘব বোয়ালরা যুক্ত আছে এতে ৷’’ তাছাড়া পরবর্তী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সাফল্য নিয়ে তাঁর মন্তব্য, ‘‘2024-এর লোকসভায় আমরা 25টির বেশি আসন পাব পশ্চিমবঙ্গে । দেশে 400-র বেশি ।"
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST