Locket on Panchayat Election: 'বেকার' বাংলায় পঞ্চায়েত ভোটে চাকরিই বিজেপির প্রচারের তাস, জানালেন লকেট - শাসকদলকে আক্রমণ করলেন লকেট চট্টোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
পরীক্ষা দিয়ে পাশ করেও চাকরি পাননি অনেকেই ৷ ঘরে ঘরে বেকার যুবক-যুবতী বসে রয়েছেন ৷ কেউ কেউ অন্য রাজ্যে চলে যাচ্ছেন, আর নয়তো আত্মহত্যা করছেন ৷ তাই এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) চাকরিই হবে তাঁদের প্রচারের মূল ইস্যু। শনিবার দুর্গাপুর থেকে শাসকদলকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। পঞ্চায়েত ভোটে বীরভূমে বিজেপির ভালো রেজাল্ট হবে। লোকসভা ভোটের আগে খেলা হবে স্লোগান দিয়ে প্রহসন চালিয়েছে তারই জবাব পাচ্ছে এখন শাসকদল। দুর্গাপুরের পলাশডিহায় ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে শাসকদলকে একহাত নিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST