Sundarbans Protest: 'ত্রাণ চাই না', পুজোয় কংক্রিটের স্থায়ী নদীবাঁধের দাবিতে আন্দোলনে সুন্দরবনবাসী - concrete bridge from Sagar to Ichamati

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 3:23 PM IST

ত্রাণ নয়, এই পুজোয় কংক্রিটের নদীবাঁধের দাবিতে আন্দোলনে নামছেন সুন্দরবনবাসী ৷ রবিবার সকালে সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির ডাকে দক্ষিণ 24 পরগনার সাগর থেকে ইচ্ছামতী পর্যন্ত নদীবাঁধের উপর দাঁড়িয়ে প্রতিবাদ, আন্দোলন শুরু করলেন সংগঠনের সদস্যরা ৷ আয়লা, আম্ফান, যশ, বুলবুলের মতো ঘূর্ণিঝড় প্রায় প্রতি বছরই সুন্দরবনের উপর আছড়ে পড়ে ৷ এর ফলে একদিকে ঝড়ের দাপটে তছনছ হয়ে যায় একের পর এক ঘরবাড়ি ৷ আর ঝড়ের তাণ্ডবে নদীবাঁধ ভেঙে ভেসে যায় গ্রামের পর গ্রাম ৷ সব হারিয়ে দিনের পর দিন প্লাস্টিকের নীচে আশ্রয় নিতে হয় এলাকাবাসীদের ৷

এই অবস্থায় বারবার কংক্রিটের তৈরি নদীবাঁধের দাবি জানিয়েছে সুন্দরবনবাসী ৷ বিশেষত যাঁদের বাস নদীর তীরবর্তী এলাকায় ৷ তবে তাতে কোনও ফল হয়নি ৷ পুজোর ক'টা দিন বাকি ৷ এমন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নতুন জামাকাপড়, ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে ৷ তবে রাজ্য সরকারের কাছ থেকে ত্রাণসামগ্রী চায় না সুন্দরবনবাসী ৷ সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির একটাই দাবি, 'ত্রাণ নয়, চাই কংক্রিটের নদীবাঁধ' ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.