Kurmi Agitation: অবরোধের 50 ঘন্টা পার, দাবিতে অনড় কুড়মি সামাজিক সংগঠনগুলি - দাবিতে অনড় কুড়মি সামাজিক সংগঠনগুলি
🎬 Watch Now: Feature Video
কুড়মি সমাজের অবরোধের (Kurmi Agitation) 50 ঘন্টা অতিক্রান্ত হল । বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে রেল চলাচল বন্ধ হয়ে পড়েছে অবরোধের জেরে । খেমাশুলিতে (Khemasuli) রেললাইন ও কলকাতা মুম্বই 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে কুড়মি সংগঠনগুলি একত্রিত হয়ে । অবরোধের জেরে 6 নম্বর জাতীয় সড়কে সারি সারি দাঁড়িয়ে পড়েছে দূরপাল্লার বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি । অবরোধের জেরে সকাল থেকে বাতিল হয়েছে বহু ট্রেন । যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে রেল যাত্রীরা (Kurmi community continues protesting for last 50 hours with several demands) ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST