Kolkata Celebrates Chandrayaan 3 Success: গর্বিত দেশ, চন্দ্রযান-3'র সাফল্যে সেলিব্রেশন মুডে মহানগরী
🎬 Watch Now: Feature Video
Published : Aug 23, 2023, 8:15 PM IST
|Updated : Aug 23, 2023, 8:28 PM IST
অবশেষে অপেক্ষার অবসান ৷ নির্ধারিত সময়ের আগেই চাঁদের মাটিতে অবতরণ করল ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান ৷ চতুর্থ দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেও ভারতই প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ৷ চন্দ্রযান 3-এর সাফল্যের এই ঐতিহাসিক মুহূর্তের সরাসরি সম্প্রচার দেখে গর্জে উঠল গোটা দেশ ৷ সেই আবেগে গা ভাসাল মহানগরীও ৷ কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামের ভেতরে ও বাইরে পাঁচটি জায়গায় ইসরোর সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ 30টি স্কুলের প্রায় 500 ছাত্রছাত্রী একসঙ্গে সাক্ষী থাকল সেই গর্বের মুহূর্তের ৷ সাধারণ দর্শক ছিলেন প্রায় 650 ৷ সবমিলিয়ে হাজির ছিলেন প্রায় 1600 জন ৷ বাইরে জায়ান্ট স্ক্রিনে সম্প্রচারের পাশাপাশি গোটা বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছিলেন প্রতিষ্ঠানের টেকনিক্যাল অফিসার তরুণকুমার দাস ৷ আর যখন এসে পৌঁছল সেই মাহেন্দ্রক্ষণ, সফল ভাবে চাঁদের মাটি ছুঁল ভারত, তখন সবার গায়ে শিহরণ জেগেছে ৷ গর্বে বুক ভরে উঠেছে ৷ চারপাশে তখন হাততালি আর বন্দেমাতরম ৷ ছাত্রছাত্রী থেকে সাধারণ নাগরিক - সবাই তখন সেলিব্রেশনের মুডে ৷ উপস্থিত একজন বললেন, "ইতিহাস গড়েছে দেশ ৷ আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে, আমরাও পারি ৷"