কলকাতা চলচ্চিত্র উৎসব ঘিরে আমজনতার উৎসাহ তুঙ্গে, শুনে নিল ইটিভি ভারত - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2023
🎬 Watch Now: Feature Video
Published : Dec 4, 2023, 8:59 PM IST
Kolkata International Film Festival 2023: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সিলভার স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেও ফিল্ম দেখানো হবে । নন্দন-সহ শহরজুড়ে 23টি প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি । সুতরাং শহরের যে কোনও প্রান্তেই এ বার ফিল্ম দেখার সুযোগ রয়েছে সিনেপ্রেমীদের । সিনেমার জায়গা, ভালোবাসার জায়গা, আনন্দের জায়গা নন্দন সবসময়েই জমজমাট । চলচ্চিত্র উৎসব শুরুর আগের দিনেও সেই চিত্র ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় । একদিকে চলছে প্রস্তুতি পর্ব, অন্যদিকে চলছে আগতদের আড্ডা । এঁদের মধ্যে অনেকেই দৃঢ়প্রতিজ্ঞ যে, পিল্ম তাঁরা দেখবেনই । রোজ না আসতে পারলেও আসবেন সুযোগ মতো । দেখবেন বাংলা, হিন্দি ও অন্যান্য ভাষার ছবি ।
এ বছর 1590টি ছবি জমা পড়েছিল । কম্পিটিশিন ক্যাটাগরিতে দেখানো হবে 72টি ফিচারফিল্ম, 50টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি । নন কম্পিটিশন ক্যাটাগরিতে আছে 97টি ছবি । 39টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে এ বার । তার মধ্যে দেখানো হবে মোট 219টি ছবি । এ বার বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে সাতটি বাংলা ছবি- 'মন পতঙ্গ', 'বিজয়ার পরে', 'আবার আসিব ফিরে', 'বনবিবি', 'অনাথ', 'অসম্পূর্ণ', 'মাতৃপক্ষ'। আর দেব আনন্দ ভক্তদের জন্যও রয়েছে তাঁর সাতটি ফিল্ম - 'সাজা', 'জনি মেরা নাম', 'গাইড', 'জুয়েল থিফ', 'জিৎ', 'সিআইডি', 'বাজি'। রয়েছে খেলা বিষয়ক এবং পরিবেশ বিষয়ক ছবিও । যা দেখতে 5-12 ডিসেম্বর দর্শকের ভিড় জমবে সিনেমা হলে, তা বলাই বাহুল্য ৷