প্রভুর মাহাত্ম্য বর্ণনা করে এই রাতেই সন্ন্যাস নেন স্বামীজী, বড়দিনে যীশুপুজো রামকৃষ্ণ মিশনে
🎬 Watch Now: Feature Video
Published : Dec 25, 2023, 7:33 AM IST
Merry Christmas 2023: সালটা ছিল 1886 ৷ 24 ডিসেম্বর হুগলির আঁটপুরে স্বামী বিবেকানন্দ-সহ রামকৃষ্ণের 9 প্রধান অনুগামী এক জোট হয়েছিলেন । সেখানে প্রেমানন্দ মহারাজের বাগান বাড়িতে তাঁরা সবাই উপস্থিত হন । সেই রাতে ওই বাগান বাড়িতেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের বাকি অনুগামীদের মধ্যে যীশুখ্রিস্টের বাণী, মত ও তাঁর মাহাত্ম্য বর্ণনা করছিলেন । সেই বাণী শুনতে শুনতেই বিবেকানন্দ-সহ রামকৃষ্ণের সেই 9 জন শিষ্য সিদ্ধান্ত নেন তাঁরা গৃহ ছেড়ে, সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করবেন । সেই মতো তারা সেই রাতেই ওই বাগানবাড়িতে ধুনি জ্বালিয়ে সন্ন্যাস নেন ।
সেই শুভক্ষণকে মনে রেখে প্রথা অনুযায়ী 24 ডিসেম্বর রবিবার রাতে রামকৃষ্ণ মিশন-সহ রামকৃষ্ণ মিশনের ভাবধারায় যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলি চলে তারা সবাই এই বড়দিনের আগের রাতে যীশুপুজো করেন । ক্রিসমাস ক্যারল গেয়ে, মোমবাতি জ্বালিয়ে প্রভু যীশুর উদ্দেশ্যে ধ্যান ও প্রার্থনা করা হয় । ভোগ হিসেবে দেওয়া হয় কেক, পেস্ট্রি, বিস্কুট, চকোলেট সহ নানারকমের ফল । এদিন রাতে যীশুপুজো উপলক্ষে শয়ে শয়ে ভক্ত ভিড় জমান আসানসোল রামকৃষ্ণ মিশনে ।