Kali Puja Parikrama 2022: 25 বছরের কালীপুজোর থিমে আসানসোলের ক্লাবে শিকারের লক্ষ্য - Chotodighari United Club kali Puja
🎬 Watch Now: Feature Video
প্রশাসনিক তৎপরতায় শিকার উৎসব প্রায় বন্ধ । কিন্তু কেমন ছিল আদিবাসীদের এই উৎসব, তা দেখতে গেলে আসতেই হবে আসানসোলের ইসকো কারখানার আবাসিক শহর নিউটাউনের ছোটদিঘারি ইউনাইটেড ক্লাবে(Chotodighari United Club kali Puja)। 25 বছরে পা দেওয়া এই ক্লাবের এবারের থিম 'লক্ষ্য যখন শিকার'(Kali Puja Parikrama 2022)। শিকার উৎসবের নানা খুটিনাটি, তাতে ব্যবহৃত অস্ত্র, শিকারের পর আনন্দ উৎসব নাচ-গান । সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে(Kali Puja Parikrama in Asansol)৷ প্রতিমাও তৈরি হয়েছে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST