ISL Champion Mohun Bagan: ভাঙল তিলোত্তমার আবেগের বাঁধ, ভারতসেরা হয়ে শহরে ফিরল বাগান - মোহনবাগান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 19, 2023, 3:24 PM IST

শহরে ফিরল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান (ISL Champions ATK Mohun Bagan Returns) ৷ প্রিয় দলকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে রবিবার দুপুর থেকে মোহনবাগান সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল ৷ এর আগে এটিকে তিনবার আইএসএল জিতলেও, এটিকে মোহনবাগান প্রথমবার চ্যাম্পিয়নের খেতাব জিতেছে ৷ ট্রফি নিয়ে এদিন শহরে ফেরা এটিকে মোহনবাগান দলকে স্বাগত জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি গতকাল ফতোরদায় সাক্ষী থেকেছেন ইতিহাসের । কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের কর্তারাও ছিলেন দলের সঙ্গে ৷ গোয়া থেকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন দলের সঙ্গে ফিরেছেন ৷ বিশেষত, সমর্থকদের দাবি মেনে আগামী মরশুম থেকে মোহনবাগান নামের আগে থেকে এটিকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ বদলে নতুন নাম দেওয়া হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants) ৷ স্বভাবতই কাপজয়ের দ্বিগুণ সেলিব্রেশনে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷  মূলত, কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের বাকি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মিল রেখে এই নামকরণ করা হয়েছে ৷ ভারতসেরা দল হিসেবে আজ গোয়েঙ্কা হাউসে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের সংবর্ধনা দেওয়া হবে কর্তৃপক্ষের তরফে ৷ শনিবারের ফাইনালে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অতিরিক্ত সময় পর্যন্ত 2-2 ছিল স্কোরলাইন ৷ টাইব্রেকারে 4-3 গোলে বেঙ্গালুরুকে হারিয়ে 2023 আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.