ICC World Cup 2023 in RFC: সেলুলয়েডে মিশল জেন্টলম্যানস গেম, রামোজি ফিল্ম সিটিতে বিশ্বকাপের ট্রফি
🎬 Watch Now: Feature Video
ক্রিকেট আর সিনেমা ৷ মানুষকে আমোদ জোগাতে দুইয়েরই জুরি মেলা ভার ৷ এদিন বিশ্বের বৃহত্তম সিনে দুনিয়ায় ব্যাট-বলের সঙ্গে জুটি বাঁধল রোল-ক্যামেরা-অ্যাকশন ৷ উন্মাদনা-উচ্ছ্বাসে উদযাপিত হল জেন্টলম্যানস গেম ৷ ক্রিকেট উৎসবের বাকি আর মাত্র দিন পনেরো ৷ তার আগে বিশ্বকাপের ট্রফি এল রামোজি ফিল্ম সিটিতে ৷
রামোজি গ্রুপের কর্মীরা যাতে এই ট্রফি চাক্ষুস করতে পারেন, সে জন্য আরএফসি-তে এটির প্রদর্শন করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ ট্রফিটি প্রদর্শিত হল রামোজি ফিল্ম সিটি প্রাঙ্গণের আইকনিক ক্যারাম গার্ডেনে । ট্রফিটি উন্মোচন করেন রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর ড. বিজয়েশ্বরী এবং ইনাডুর ডিরেক্টর সাহারি । উপস্থিত ছিলেন ইনাডু’র ম্যানেজিং ডিরেক্টর কিরণ চেরুকুরি এবং ইটিভির সিইও বাপিনেদু ।
আইসিসি বিশ্বকাপ ট্রফিটি কুয়েত, বাহরিন, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি-সহ 18টি দেশে সফর করেছে । এরপর সেটি 4 সেপ্টেম্বর ফের আয়োজক দেশ ভারতে ফিরে এসেছে বলে ৷ 27 জুন এই ট্রফি ভারত থেকে বিদেশে যাত্রা শুরু করেছিল ৷ 4 সেপ্টেম্বর এটি আবার দেশে ফিরে আসে ।