সিল্কিয়ারা থেকে চিনিয়ালিসৌরের স্বাস্থ্যকেন্দ্র, 41 জন শ্রমিককে নিয়ে হৃষিকেশ এইমসে উড়ল চিনুক - Chinook carrying 41 rescued workers

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 6:38 PM IST

Uttarkashi Tunnel Rescue: সিল্কিয়ারা টানেল থেকে বেরিয়েও সুস্থই আছেন 41 জন শ্রমিক ৷ মঙ্গলবার রাতে তাঁদের চিনিয়ালিসৌরে একটি স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয় ৷ সেখানে তাঁরা চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন ৷ গতকালই উদ্ধারের পরপরই ওই 41 জনের প্রাথমিক চিকিৎসা করেন টানেলে উপস্থিত চিকিৎসকরা ৷ এবার তাঁদের আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হৃষিকেশের এইমসে উড়িয়ে নিয়ে যাওয়া হল ৷ বুধবার দুপুরে ভারতীয় বায়ুসেনার চিনুক বিমানে 41 জনকে চিনিয়ালিসৌর থেকে হৃষিকেশে নিয়ে যাওয়া হয়েছে ৷

মঙ্গলবার টানেল থেকে উদ্ধারের পরে রাতেই আটকে থাকা 41 জন শ্রমিকের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "চিকিৎসকরা আমায় জানিয়েছেন, আপনাদের এত সাহস যে শরীরে কোনও সমস্যাই নেই ৷ তাই রাতেই কথা বলব ঠিক করলাম ৷" প্রায় 400 ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলে ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বুধবার ওই শ্রমিকদের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন ৷ উদ্ধারকারী দলের অন্যতম সদস্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বুধবার সকালেও টানেলের মুখে মন্দিরে পুজো দেন ৷ তিনি সাংবাদিকদের বলেন, "সবার সম্মিলিত ইচ্ছেশক্তি, প্রচেষ্টাতেই এই অসম্ভব সম্ভব হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.