Bomb Defused: জগৎবল্লভপুরে চার কেজি বোমা নিষ্ক্রিয় করল পুলিশ - বোমা নিষ্ক্রিয়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17395831-thumbnail-3x2-hwh.jpg)
পুলিশি তৎপরতায় জগৎবল্লভপুরে নিষ্ক্রিয় হল চার কেজি বোমা (Bomb Defused at Jagatballavpur)। হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া প্রায় চার কেজি বোমা বুধবার নিষ্ক্রিয় করল সিআইডির (CID) বম্ব ডিজপোজাল স্কোয়াড। স্থানীয় এলাকায় একটি খালি মাঠে দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধার হওয়া বোমাগুলোকে নিষ্ক্রিয় করার কাজ। মাঠে গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে বোমাগুলো চাপা দিয়ে তার উপর কেরোসিন জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখার তাপে কিছুক্ষণ বাদ থেকেই একের পর এক বোমাগুলো ফাটতে থাকে। বোমা নিষ্ক্রিয় চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর থানার আধিকারিকরা। তবে পঞ্চায়েত ভোটের আগে এত পরিমাণে বোমা কোন কোন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি জগৎবল্লভপুর থানার পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST