Advice of Diabetes Patient: ডায়াবেটিস রোগীরা কীভাবে চোখের যত্ন নেবেন ? জানালেন চক্ষু বিশেষজ্ঞ দেবাঞ্জন সেন - ডায়াবেটিস রোগীদের চোখের যত্নে পরামর্শ চিকিৎসকের
🎬 Watch Now: Feature Video
মিষ্টি খেতে ভালো লাগলেও, ডায়াবেটিস রোগীদের জন্য তা মোটেই খাওয়া উচিত নয় ৷ শুধু শরীরের নয়, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মিষ্টি খাওয়া চোখের জন্যেও ক্ষতিকর ৷ এমনকি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে চোখ । টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটিস, এই দুয়ের ক্ষেত্রেই হতে পারে সমস্যা(Advice of Diabetes Patient)। তবে কীভাবে ডায়াবেটিস রোগীরা চোখের যত্ন নেবেন ? ইটিভি ভারতকে জানালেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবাঞ্জন সেন(How Diabetes Patients Should Take Care of their Eyes)।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST