BJP Worker Distributed Sweets: গ্রেফতার কেষ্ট, হুগলিতে গুড়-বাতাসা বিতরণ বিজেপি'র - চুঁচুড়ায় গুড় বাতাসা বিতরণ
🎬 Watch Now: Feature Video
লক্ষ্মীবারে গ্রেফতার বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল ৷ বিধানসভা ও লোকসভা ভোটে গুড়-বাতাসা ও জল বিতরণ, চড়াম চড়াম ঢাক বাজানো-সহ বিভিন্ন বিষয়ে নিদান দিয়েছিলেন অনুব্রত। যা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷ তাঁর গ্রেফতারের পর হুগলির চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে পথ চলতি মানুষকে গুড়-বাতাসা ও লাড্ডু বিতরণ করলেন বিজেপির জেলা সাংগঠনিক নেতারা (BJP Worker Distributed Sweets) ৷ গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা এড়ানো ও তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST