High Tide in Digha: পূর্ণিমার ভরা কোটালে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, মেরিন ড্রাইভে পর্যটকদের ভীড়
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে রাজ্যের অধিকাংশ এলাকায় আগামিকাল অর্থাৎ, শনিবার ছুটি রয়েছে ৷ সেই ছুটি উপভোগ করতে দিঘার সৈকতে পর্যটকদের ভীড় ৷ তাও আবার পূর্ণিমার ভরা কোটালে ৷ গত কয়েকদিন ধরেই রোদ-বৃষ্টির খেলা চলছে দক্ষিণবঙ্গে ৷ যাকে এককথায় আদর্শ বর্ষার পরিবেশ বলা যায় ৷ আর আজ সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘাচ্ছন্ন ৷ সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে ৷ তার মধ্যেই পূর্ণিমার ভরা কোটাল ৷ তাই সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস রয়েছে ৷ প্রায় 10 ফুট সমান ঢেউ আছড়ে পড়ছে পাড়ে ৷ আর এই পরিবেশ উপভোগ করতে দিঘার মেরিন ড্রাইভে পর্যটকরা ভীড় করেছেন ৷
তবে, সৈকতে নামতে দেওয়া হচ্ছে না কোনও পর্যটককে ৷ পুলিশের প্রশাসনের পাশাপাশি, নুলিয়ারা লাগাতার মেরিন ড্রাইভ ও সৈকতে নামার ঘাটে নজরদারি চালাচ্ছেন ৷ সমুদ্র প্রবল জলোচ্ছ্বাসের কারণেই এই সতর্কতা বলে জানানো হয়েছে ৷ কোনও পর্যটককে সমুদ্রের কাছাকাছি যেতে দেখলেই, তৎক্ষণাত তাঁকে পাড়ে ফিরি আনা হচ্ছে ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে লাগাতার মাইকিং চলছে পূর্ণিমার ভরা কোটালে দিঘার মনোরম পরিবেশের আনন্দ নিতে আসা পর্যটকদের জন্য ৷ তবে, আগামিকাল শনিবার ও পরশু রবিবার পর্যটকদের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন ৷ তাই বাড়তি সতর্কতাও অবলম্বন করা হচ্ছে ৷ বিশেষত, পঞ্চায়েতের আবহে শহর থেকে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়েও চিন্তিত দিঘা প্রশাসন ৷