Wrestlers Protest: কুস্তিগীরদের আমরণ অনশনে 'না', কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ইন্ডিয়া গেট - Heavy security Deployed Near India Gate area
🎬 Watch Now: Feature Video
রবিবার পুলিশি হেনস্তার পর মঙ্গলবার পদক বিসর্জনের সিদ্ধান্ত দেন পদকজয়ী কুস্তিগীররা। যা নিয়ে তোলপাড় হয় দেশজুড়ে। কুস্তিগীররা সন্ধেয় পৌঁছে যান হরিদ্বারে। কৃষক নেতাদের হস্তক্ষেপে শেষমেশ পদক বিসর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রকে 5 দিন সময় বেঁধে দেন তাঁরা। এর কিছুক্ষণ পরেই দিল্লি পুলিশের তরফে কড়া বার্তা দেওয়া হয় ৷ দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় ইন্ডিয়া গেটে কোনও ধরনা, বিক্ষোভ দেখানোর জায়গা নয়। তাই বুধবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় ইন্ডিয়া গেট ৷ মোতায়েন রয়েছে ব়্যাফ ৷ ঘটনাস্থলে যাতে কোনও প্রকার দাঙ্গার সৃষ্টি না-হয় তা নিয়ন্ত্রণে রয়েছে দিল্লি পুলিশ ৷
ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারের দাবিতে ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশনে বসবেন বলে মঙ্গলবার সকালে জানিয়েছিলেন প্রতিবাদী কুস্তিগীররা। কিন্তু সেখানে বিক্ষোভ প্রদর্শন করা যাবে না-বলে জানিয়ে দেয় দিল্লি পুলিশ। পরবর্তীতে কোথাও ধরনা বিক্ষোভ দেখানোর আগে দিল্লি পুলিশের কাছে অনুমতি নিতে হবে। উল্লেখ্য, রবিবার দিল্লি পুলিশ প্রতিবাদী কুস্তিগীরদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। এরপর তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয় তারপরই যন্তর মন্তর থেকে কুস্তিগীরদের হটিয়ে সেখানেও আর বসা যাবে না বলে জানিয়ে দেয় দিল্লি পুলিশ ৷ তবে পুরো ঘটনায় কুস্তিগীরগের পাশে দাঁড়িয়েছে বিশ্ব কুস্তি সংস্থা ৷ তারা জানিয়েছে, 45 দিনের মধ্যে সমস্যা সমাধান না-হলে ভারতীয় কুস্তি সংস্থাকে বরখাস্ত করা হবে ৷