Hawker Survey: ফুটপাত মেপে গড়িয়াহাটে শুরু হল হকার সার্ভের কাজ - Hawker Survey
🎬 Watch Now: Feature Video
নথিভুক্ত হকার সংখ্যা কত, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেই এদিন গড়িয়াহাট থেকে শুরু হল হকার সার্ভের কাজ (Hawker Survey) । গড়িয়াহাট থানার আধিকারিকদের উপস্থিতিতে চলল হ্যান্ড মাইক প্রচার । ফুটপাতের প্রতিটি দোকান মাপা হল । দেখা গিয়েছে, অধিকাংশ দোকান এক তৃতীয়াংশ বেশি জায়গা নিয়েই দেদার ব্যবসা চালাচ্ছে । রয়েছে মাথার উপর প্লাস্টিক । এদিন এই অভিযানে ছিলেন পৌরনিগমের প্রতিনিধিরা । ছিল ব্যবসায়ী সমিতি ও হকার সংগঠনগুলি । টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার (Debasish Kumar) জানান, আগামী 22 তারিখের মধ্যে এই সার্ভে শেষ হবে ৷ নিউমার্কেট, হাতিবাগান আর গড়িয়াহাটে হচ্ছে সার্ভে । তারপর সমগ্র কলকাতায় হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST