Hailstorm at North Bengal: পূর্বাভাস মিলিয়ে উত্তরবঙ্গে প্রবল শিলাবৃষ্টি, কমল তাপমাত্রা - দার্জিলিংয়ে শিলাবৃষ্টি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 15, 2023, 6:47 PM IST

মিলে গেল আবহাওয়া অফিসের পূর্বাভাস ৷ মরশুমের প্রথম শিলাবৃষ্টি উত্তরে (Hailstorm in North Bengal)৷ বুধবার বিকেলে অন্ধকার নেমে আসে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ৷ আর তারপরই বৃষ্টির সঙ্গে চড়বড়িয়ে পড়তে শুরু করে শিল (Hailstorm) ৷ প্রবল শিলাবৃষ্টিতে ভরে যায় বাড়ির ছাদ থেকে রাস্তাঘাট সবকিছু ৷ শৈলরানি দার্জিলিং থেকে শুরু করে কার্শিয়াং, বিজনবাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি শুরু হয় । পাহাড়ের পাশাপাশি সমতলেও হালকা বৃষ্টি শুরু হয় । ফলে পাহাড়ে তাপামাত্র দ্রুত কমে যায় ৷ বৃহস্পতিবারও পাহাড় জুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ 

অন্যদিকে, এদিন বিকেল সাড়ে চারটে থেকে ব্যাপক শিলাবৃষ্টি হয় জলপাইগুড়ি জেলার মেটেলি, ময়নাগুড়ি, নাগরাকাটা ও রাজগঞ্জ ব্লকের একাধিক এলাকা-সহ মালবাজারের বিভিন্ন জায়গায় ৷ তবে এই ব্যাপক শিলাবৃষ্টিতে কৃষিকাজে ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষিরা ৷ তবে বহু প্রতীক্ষীত মরশুমের প্রথম বৃষ্টি পেয়ে খুশি চা বাগান কর্তৃপক্ষ । কারণ এই সময়টা চা বাগানে বৃষ্টির খুব প্রয়োজন হয় ৷ শুখা মরশুমে কৃত্রিমভাবে সেচের ব্যবস্থা করা হয়ে থাকে চা বাগানে । কিন্তু আজ বিকেলে যেভাবে বৃষ্টিপাত হয়েছে তাতে খুশির হাওয়া চা বলয়ে । এই বৃষ্টির ফলে চা-পাতা ও গাছ রসদ পেল । এক সপ্তাহের মধ্যেই চা পাতার উৎপাদন বাড়বে বলে মনে করছেন চা বাগান কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.