Expensive Sweet: এক পিস মিষ্টির দাম 1,100! দেখুন ভিডিও - SWEET

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 8:05 PM IST

বিজয়া থেকে দীপাবলি মিষ্টিমুখ করানোর প্রথা নতুন কিছু নয় ৷ তবে উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠান স্পেশাল কিছু মিষ্টি আনেন ক্রেতাদের সামনে ৷ যেমন এই সোনার রাংতা মোড়ানো মিষ্টি ৷ এই মিষ্টির এক একটা পিসের দাম 1 হাজার 100 টাকা ৷ নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোথায় পাওয়া যাচ্ছে এই মিষ্টি? গুজরাতের সুরাতে চণ্ডবী পাড়বা উৎসব উপলক্ষ্যে এক মিষ্টির দোকানে বিক্রি করা হয়েছে সোনার রাংতা মোড়ানো মিষ্টি ৷ শুধু এখানে নয়, বিদেশেও ক্রমশ বাড়ছে এই মিষ্টির চাহিদা ৷ কাজু বাদাম, অনান্য ড্রাই ফ্রুটস, খাঁটি ঘি দিয়ে বানানো হয় বিশেষ এই মিষ্টি ৷ মজার বিষয় হল, এই মিষ্টি এমনভাবে বানানো হয় যে, টানা 15 দিন রেখে দেওয়া যায় ৷ এতটুকু খারাপ হয় না ৷ কিলো প্রতি এই মিষ্টির দাম 11 হাজার টাকা ৷ আর একটি বিশেষ ধরনের মিষ্টি রয়েছে, যা সোনার রাংতা মোড়ানো ছাড়া, সেটির দাম 700 থেকে 900 টাকা হবে ৷ এক একটি মিষ্টির ওজন থাকে 100 গ্রাম মতো ৷ মিষ্টি বিক্রেতা হিমাংশু ভাই সুখাড়িয়া জানিয়েছেন, কাজু বাদাম, অনান্য ড্রাই ফ্রুটস, খাঁটি ঘি-এর পাশাপাশি 24 ক্যারেট সোনার রাংতা দিয়ে মোড়ানো হয় এই মিষ্টি ৷ সাধারণত, কর্পোরেট অফিসের তরফে এই মিষ্টির অর্ডার উপহার হিসাবে প্যাক করানোর জন্য বেশি আসে ৷ এর আগে 15 পিস মিষ্টি বিদেশেও পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.