'হেলিকপ্টার গাড়িতে' চেপে বিয়ে করতে এলেন বর! ভিড় উৎসুক জনতার - Maharajganj Latest Hindi News
🎬 Watch Now: Feature Video
Published : Dec 7, 2023, 10:26 AM IST
Grooms Unique Ride: আজকাল তো বিয়ে মানেই ছকে বাঁধা গন্ডির বাইরে অভিনবত্বের ছোঁয়া রাখা ৷ যেমন করছেন উত্তরপ্রদেশের এক পাত্র ৷ বিয়ে করতে এলেন হেলিকপ্টারের মতো একটি গাড়ি করে ৷ যেটি দেখতে এক লহমায় ভুল হতে পারে হেলিকপ্টার বলে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই রকমই একটি ভিডিয়ো ৷ উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ এলাকায় নওতানওয়ায় বরের হেলিকপ্টার গাড়ি দেখতে বেশ ভিড় জমে গিয়েছে ৷
বুধবার সিদ্ধার্থনগরের বাসিন্দা মতিয়াজ আহমেদ মহারাজগঞ্জ জেলার নওতানওয়ার একটি বিয়ে করতে গিয়েছিলেন ৷ কিন্তু হঠাৎ কেন এই মতি বরের ৷ ইমতিয়াজ জানান, হেলিকপ্টারের মতো গাড়ি প্রথম দেখেই সেটায় চড়ায় ইচ্ছা হয়েছিল ৷ তাই সেই মতোই তিনি সিদ্ধান্ত নেন বিয়ে করতে যাবে এই গাড়িতে চড়ে ৷ যেমন ভাবা সেইরকম কাজ ৷ বুধবার বিয়ে করতে এলেন হেলিকপ্টার গাড়ি করে ৷ এই গাড়ি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা ৷ কেউ কেউ গাড়ির সঙ্গে ছবিও তোলেন ৷ আবারও অনেকে এই 'হেলিকপ্টার গাড়ির' ভিডিয়ো করেন ৷ এই গাড়ির চাহিদা দেখে খুশি গাড়ি মালিকও ৷ তিনি জানান, তিনি গাড়িটিকে যখন থেকে হেলিকপ্টারের মতো লুক দিয়েছেন, তখন থেকেই এর বুকিং বেড়েছে ।