Hartalika Teej: 'আয়ো তিজে গুলাহারা'! লাল শাড়িতে নাচে-গানে ব্রত পালন গোর্খা মহিলাদের

🎬 Watch Now: Feature Video

thumbnail

সোমবার থেকে শুরু হয়েছে হরতালিকা তিজ ব্রত ৷ এইদিন থেকেই মহিলারা তিজ ব্রত পালন শুরু করেন ৷ এই ব্রত বিশেষত হিন্দিভাষী মহিলারা পালন করে থাকেন ৷ তবে বংশপরম্পরার রীতিনীতি ও ঐতিহ্য মেনে সোমবার কালিম্পংয়ে গোর্খা জনজাতির মহিলারা ঠাকুরবাড়িতে পালন করলেন হরতালিকা তিজ ব্রত । স্বামীর মঙ্গলকামনায় ভগবানের আরধনার পাশাপাশি এদিন তাঁদের তিজ স্পেশাল গানে কোমর দোলাতেও দেখা গেল ৷ লাল শাড়ি ও হাত ভর্তি চুড়িতে সেজে সকলে মিলে নিজেদের মতো নাচলেন নেপালি ভাষার গানে 'আয়ো তিজে গুলাহারা' ৷ 

জানা গিয়েছে, হিন্দুশাস্ত্র অনুযায়ী বিবাহিত মহিলারা গণেশ চতুর্থীর আগের দিন বিয়ের সময়ের জোড় বা শাড়ি পরে নববধূর মতো সেজে পূজার্চনার মধ্যে দিয়ে ব্রত শুরু করেন । সোমবার পুজার্চনার মধ্যে দিয়ে শুরু হয় নির্জলা উপবাস ৷ রাতে স্বামীর পা ধুয়ে তবেই জল খাওয়ার রীতি রয়েছে বলে জানান মহিলারা । এরপর আজও গণেশ চতুর্থীর উপবাস করে পুজো দিয়ে তারপর খাবার খাবেন ৷ সোমবার কালিম্পং ঠাকুরবাড়ি শ্যামাদেবী মন্দির চত্বর যেন তিজের উৎসবে গমগম করে উঠল ৷ নাচগানে মেতে উঠলেন গোর্খা জনজাতির মহিলারা ৷

Last Updated : Sep 19, 2023, 10:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.