ETV Bharat / sports

প্রথমার্ধে বিবর্ণ বাগান ! ভাগ্য ও বিশালে অক্ষত সবুজ-মেরুনের তেকাঠি - MOHUN BAGAN IN ISL

লিগ শীর্ষের লড়াইয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া ৷ এমতাবস্থায় বেঙ্গালুরু বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই বাগানের ৷

mohun-bagan-super-giant-vs-bengaluru-fc-in-isl-2024-25
ভাগ্য ও বিশালে অক্ষত সবুজ-মেরুনের তেকাঠি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 27, 2025, 8:20 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: শেষ দু’টো ম্যাচে পুরো পয়েন্ট না-পাওয়ার ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন ৷ দু’টো ম্যাচেই মোহনবাগান রক্ষণকে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে । তৃতীয় ম্যাচেও নড়বড়ে গঙ্গাপাড়ের ক্লাব ৷ সেপ্টেম্বরে 3 গোল খাওয়া বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে প্রথমার্ধে বিবর্ণ মোহনবাগান ৷ শেষ কোয়ার্টারে (শেষ 15 মিনিট) খানিক জ্বলে উঠলেও একাধিক ভুল করলেন ফুটবলাররা ৷ প্রথমার্ধের শেষে সুনীল ছেত্রী জালে বল জড়াতে ভুল না-করলে পিছিয়ে পড়ত ফার্স্ট বয়রা ৷

পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের শক্তপোক্ত করতে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচকে পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট । কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া ৷ পদস্খলন হলেই হাতছাড়া হতে পারে লিগ টেবিলের মগডাল ৷ কঠিন হয়ে যেতে পারে লিগ-শিল্ড ঘরে তোলার রাস্তাও ৷ ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই বাগানের ৷

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে এক ঢিলে দু’টো পাখি মারতে পারবেন হোসে মোলিনা । প্রথম সাক্ষাতে বেঙ্গালুরের বিরুদ্ধে পর্যুদস্তু হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড । এবার ফিরতি সাক্ষাতে বদলা নেওয়ার সুযোগ । যা বাস্তবায়ন করতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যেমন মজবুত হবে, তেমনি প্রতিশোধটাও নেওয়া যাবে।

কলকাতা, 27 জানুয়ারি: শেষ দু’টো ম্যাচে পুরো পয়েন্ট না-পাওয়ার ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন ৷ দু’টো ম্যাচেই মোহনবাগান রক্ষণকে কিছুটা হলেও নড়বড়ে দেখিয়েছে । তৃতীয় ম্যাচেও নড়বড়ে গঙ্গাপাড়ের ক্লাব ৷ সেপ্টেম্বরে 3 গোল খাওয়া বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে প্রথমার্ধে বিবর্ণ মোহনবাগান ৷ শেষ কোয়ার্টারে (শেষ 15 মিনিট) খানিক জ্বলে উঠলেও একাধিক ভুল করলেন ফুটবলাররা ৷ প্রথমার্ধের শেষে সুনীল ছেত্রী জালে বল জড়াতে ভুল না-করলে পিছিয়ে পড়ত ফার্স্ট বয়রা ৷

পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের শক্তপোক্ত করতে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচকে পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট । কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া ৷ পদস্খলন হলেই হাতছাড়া হতে পারে লিগ টেবিলের মগডাল ৷ কঠিন হয়ে যেতে পারে লিগ-শিল্ড ঘরে তোলার রাস্তাও ৷ ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই বাগানের ৷

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে এক ঢিলে দু’টো পাখি মারতে পারবেন হোসে মোলিনা । প্রথম সাক্ষাতে বেঙ্গালুরের বিরুদ্ধে পর্যুদস্তু হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড । এবার ফিরতি সাক্ষাতে বদলা নেওয়ার সুযোগ । যা বাস্তবায়ন করতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যেমন মজবুত হবে, তেমনি প্রতিশোধটাও নেওয়া যাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.