ETV Bharat / state

শুরু থেকে সিবিআই তদন্ত করলে রায় অন্যরকম হতো, আরজি কর মামলা নিয়ে মন্তব্য সুকান্তর - SUKANTA MAJUMDAR

সিবিআই-এর আধিকারিকদের একাংশের বিষয় সন্দেহ প্রকাশ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ৷

SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদার (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 8:09 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: প্রথম থেকেই সিবিআইয়ের হাতে তদন্তভার থাকলে আরজি কর মামলা ফল অন্যরকম হতো, এমনটাই মনে করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুন মামলার রায় শিয়ালদা আদালত ইতিমধ্য়ে দিয়ে দিয়েছে ৷ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমরণ কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত ৷ যদিও সেই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ৷ রাজ্য সরকার ও সিবিআই, উভয়পক্ষই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছে ৷

যদিও তদন্তে সিবিআই-এর ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে ৷ আর এই নিয়ে সোমবার প্রশ্ন করা হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ৷ তিনি বলেন, ‘‘সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন কিছু মানুষ তুলেছিলেন ৷ কিন্তু তাঁদের প্রশ্ন তোলা উচিত যে শিয়ালদহ আদালতের বিচারক তাঁর অবজারভেশনে যেই বিষয়গুলি বলেছেন, সেগুলি নিয়ে ।’’

শিয়ালদা আদালতের রায়ে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে ৷ এদিন সেই প্রসঙ্গেই তোলেন বালুরঘাটের সাংসদ ৷ তাঁর বক্তব্য, টালা থানার তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে অন্যান্যদের ভূমিকার কথা রায়ে বলা হয়েছে, সেগুলি আরও বেশি করে প্রশ্নের মুখে পড়া উচিত ।

সুকান্ত জানান, সিবিআই তদন্ত শুরু করেছে পাঁচ দিন পর থেকে । যেটুকু তথ্য-প্রমাণ কলকাতা পুলিশ রেখে গিয়েছিল, তার উপর সিবিআই-কে তদন্ত করতে হয়েছে । এর পরই তিনি বলেছেন, ‘‘যদি সিবিআই প্রথম থেকে তদন্তভার পেত, তাহলে এই মামলার ফল হয়তো অন্যরকম হতো ।’’

একই সঙ্গে সিবিআইয়ের কিছু আধিকারিকের ভূমিকা নিয়ে বিজেপি খুশি নয় বলেও তিনি জানিয়েছেন ৷ সুকান্ত মজুমদারের কথায়, সিবিআই-এর বেশ কয়েকজন আধিকারিকের ভূমিকা নিয়ে বিজেপিও খুশি নয় । সবাই তো 2014 সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নিয়োগ পাননি ৷ কেউ কেউ আগেও নিযুক্ত হয়েছেন ৷

তাহলে কি সিবিআই অফিসারদের একাংশকে দুর্নীতিগ্রস্ত বলছেন সুকান্ত ? তাঁর বক্তব্যের পর এই প্রশ্ন যে উঠবে, তা বোধহয় জানতেন সুকান্ত মজুমদার ৷ তাই তিনি সিবিআইয়ের আধিকারিকদের একাংশকে নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বলেছেন, "আমি এর বেশি কিছু বলতে চাইছি না ৷"

এদিকে রাজ্য ও সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসি চাইলেও নির্যাতিতার মা-বাবা একমত নন ৷ এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে, সর্বোচ্চ শাস্তি পাইয়ে দেওয়া । পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টে কেন গিয়েছে, সেটা তারা বলতে পারবে । কিন্তু মনে হয় পশ্চিমবঙ্গ সরকার একটু বেশি তাড়াহুড়ো করে গিয়েছে । তদন্তকারী সংস্থা যেহেতু শিয়ালদহ আদালতে রায় নিয়ে খুশি নয়, তাই তারা হাইকোর্টে গিয়েছেন । তারা ফাঁসি চাইছেন, সেটা তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে । তবে এই ক্ষেত্রে পরিবারের সঙ্গে আলোচনা করার কোনও প্রভিশন রয়েছে বলে জানা নেই ।’’

এছাড়া এদিন তিনি আরও একাধিক বিষয় নিয়ে সরব হন৷ রাজ্য সরকারের সমালোচনা করেন ৷ তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ৷

কলকাতা, 27 জানুয়ারি: প্রথম থেকেই সিবিআইয়ের হাতে তদন্তভার থাকলে আরজি কর মামলা ফল অন্যরকম হতো, এমনটাই মনে করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুন মামলার রায় শিয়ালদা আদালত ইতিমধ্য়ে দিয়ে দিয়েছে ৷ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমরণ কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত ৷ যদিও সেই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ৷ রাজ্য সরকার ও সিবিআই, উভয়পক্ষই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছে ৷

যদিও তদন্তে সিবিআই-এর ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে ৷ আর এই নিয়ে সোমবার প্রশ্ন করা হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ৷ তিনি বলেন, ‘‘সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন কিছু মানুষ তুলেছিলেন ৷ কিন্তু তাঁদের প্রশ্ন তোলা উচিত যে শিয়ালদহ আদালতের বিচারক তাঁর অবজারভেশনে যেই বিষয়গুলি বলেছেন, সেগুলি নিয়ে ।’’

শিয়ালদা আদালতের রায়ে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে ৷ এদিন সেই প্রসঙ্গেই তোলেন বালুরঘাটের সাংসদ ৷ তাঁর বক্তব্য, টালা থানার তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে অন্যান্যদের ভূমিকার কথা রায়ে বলা হয়েছে, সেগুলি আরও বেশি করে প্রশ্নের মুখে পড়া উচিত ।

সুকান্ত জানান, সিবিআই তদন্ত শুরু করেছে পাঁচ দিন পর থেকে । যেটুকু তথ্য-প্রমাণ কলকাতা পুলিশ রেখে গিয়েছিল, তার উপর সিবিআই-কে তদন্ত করতে হয়েছে । এর পরই তিনি বলেছেন, ‘‘যদি সিবিআই প্রথম থেকে তদন্তভার পেত, তাহলে এই মামলার ফল হয়তো অন্যরকম হতো ।’’

একই সঙ্গে সিবিআইয়ের কিছু আধিকারিকের ভূমিকা নিয়ে বিজেপি খুশি নয় বলেও তিনি জানিয়েছেন ৷ সুকান্ত মজুমদারের কথায়, সিবিআই-এর বেশ কয়েকজন আধিকারিকের ভূমিকা নিয়ে বিজেপিও খুশি নয় । সবাই তো 2014 সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নিয়োগ পাননি ৷ কেউ কেউ আগেও নিযুক্ত হয়েছেন ৷

তাহলে কি সিবিআই অফিসারদের একাংশকে দুর্নীতিগ্রস্ত বলছেন সুকান্ত ? তাঁর বক্তব্যের পর এই প্রশ্ন যে উঠবে, তা বোধহয় জানতেন সুকান্ত মজুমদার ৷ তাই তিনি সিবিআইয়ের আধিকারিকদের একাংশকে নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বলেছেন, "আমি এর বেশি কিছু বলতে চাইছি না ৷"

এদিকে রাজ্য ও সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসি চাইলেও নির্যাতিতার মা-বাবা একমত নন ৷ এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে, সর্বোচ্চ শাস্তি পাইয়ে দেওয়া । পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টে কেন গিয়েছে, সেটা তারা বলতে পারবে । কিন্তু মনে হয় পশ্চিমবঙ্গ সরকার একটু বেশি তাড়াহুড়ো করে গিয়েছে । তদন্তকারী সংস্থা যেহেতু শিয়ালদহ আদালতে রায় নিয়ে খুশি নয়, তাই তারা হাইকোর্টে গিয়েছেন । তারা ফাঁসি চাইছেন, সেটা তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে । তবে এই ক্ষেত্রে পরিবারের সঙ্গে আলোচনা করার কোনও প্রভিশন রয়েছে বলে জানা নেই ।’’

এছাড়া এদিন তিনি আরও একাধিক বিষয় নিয়ে সরব হন৷ রাজ্য সরকারের সমালোচনা করেন ৷ তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.