Fraud Arrested in Kanksa: রিমোর্টের মাধ্যমে ধানের ওজনে কারসাজি, ফড়েদের গাছে বেঁধে সাজা চাষিদের

By

Published : Dec 26, 2022, 10:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

thumbnail

রাজ্যজুড়ে ফড়েদের দাপট রুখতে তৎপর রাজ্য খাদ্য দফতর (WB State Food Department) । এই অবস্থায় ফড়েদের হাতে-নাতে ধরলেন চাষিরা ৷ সোমবার সকালে কাঁকসার বৃন্দাবনপুরে ধান কিনতে আসেন চাষিরা। কুইন্টাল প্রতি 1 হাজার 50 টাকা করে ধান দেওয়ার কথা জানানো হয় তাঁদের। আর এতেই তাঁরা ফড়েদের ফাঁদে পড়ে ৷ তাদের ফাঁদে পা দিয়ে ধান বিক্রি করেন চাষিরা। তখনই ওজনে গরমিল হচ্ছে এমনটা চাষিদের সন্দেহ হয়। তারই মধ্যে এক ফড়ের সোয়েটারের আড়ালে রিমোর্ট দেখতে পান চাষিরা। সেই রিমোর্টের মাধ্যমে ওজন মেশিন কন্ট্রোল করা হচ্ছে বলে চাষিরা দাবি করেন। তারপর পাঁচ ফড়েকে হাতে-নাতে ধরে গাছে বেঁধে শাস্তি দেন ওই চাষিরা। এ নিয়ে ব্যাপক উত্তেজনা শুরু হয় ওই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ ৷ গ্রামবাসীরা দাবি জানান, ফড়েদের মূল পাণ্ডাকে শাস্তি দিতে হবে ৷ ঘটনার পাঁচ ঘণ্টা পর কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল ঘটনাস্থলে যাওয়ার পর এলাকাবাসীরা তাঁকে জানান, ফড়েদের মূল পাণ্ডা পূর্ব বর্ধমানের পাড়া এলাকায় থাকেন ৷ তাঁকে গ্রেফতার করতে হবে ৷ পুলিশ এই দাবি মেনে নিয়ে ওজন কন্ট্রোল মেশিন বাজেয়াপ্ত করে ও এই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে ৷

Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.