Educational Campaign: ইটভাটার শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষার আলো দেখাতে প্রচারে প্রশাসন
🎬 Watch Now: Feature Video
ইটভাটায় কর্মরত শ্রমিক পরিবারের অনেক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। তাদের শিক্ষার আলো দেখাতে তৎপর প্রশাসন। বনদফতর এবং পুলিশের যৌথ উদ্যোগে সচেতন করা হয়েছে (Educational Campaign For Bricks Factory Workers)। পাশাপাশি জঙ্গলে আগুন লাগালে আইনি পদক্ষেপ নেওয়ারও কথা জানানো হয়েছে তাঁদের । কাঁকসার অজয় পল্লি কাজলাডিহি সংলগ্ন একাধিক ইটভাটার শ্রমিকদের সচেতন করেন দুর্গাপুর বন বিভাগের আধিকারিক এবং কাঁকসার মলমদিঘী ফাঁড়ির পুলিশরা। পাশাপাশি যেসব শিশুরা এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদের নিকটবর্তী সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের ভর্তি করার কথা জানানো হয় । আর্থিক সমস্যা হলে পাশে থাকার আশ্বাস দেন প্রশাসনিক আধিকারিকরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর বিট অফিসার কিশলয় মুখোপাধ্যায়-সহ কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ আধিকারিকরা।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST