Fire Breaks Out: পাটের গোডাউনে আগুন, ভস্মীভূত দু’টি লরি - রায়গঞ্জের ঘটনা
🎬 Watch Now: Feature Video
পাটের গোডাউনে বিধ্বংসী আগুন (Fire Breaks Out on Jute Godown) ৷ উত্তর দিনারপুরের রায়গঞ্জ থানার সুহারই এলাকার মনিপাড়ায় ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রায়গঞ্জ থানার পুলিশ ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের দু‘টি ইঞ্জিন (Raiganj News)। আগুনের শিখা দ্রুত গ্রাস করে নেয় গোডাউনটি। রায়গঞ্জ থানার সুহারই মোড় এলাকার মনিপাড়াতে পোগরাজের একটি পাটের গোডাউন ছিল । সোমবার রাতে হঠাৎই ওই গোডাউনে আগুন লেগে যায় ৷ গোডাউনে থাকা দু’টি লরি সম্পূ্র্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST