হাওড়ার ঘুসুড়িতে অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন - দমকলের একাধিক ইঞ্জিন
🎬 Watch Now: Feature Video
Published : Dec 1, 2023, 1:57 PM IST
|Updated : Dec 1, 2023, 2:21 PM IST
Fire Breaks Out at Plastic Factory: ভষ্মীভূত প্লাস্টিক কারখানা ৷ শুক্রবার সকালে হাওড়ার ঘুসুড়ি এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুন লাগে । স্থানীয় বাসিন্দারা কারাখানা থেকে আগুন বেরাতে দেখেন ৷ তাঁরাই পুলিশ ও দমকলে খবর দেন ৷ তবে দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেবানোর কাজে হাত লাগান ৷ খবর পেয়েই দমকলের 4টি ইঞ্জিন উপস্থিত হয় ৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে আগুন নেভানোর কাজ শুরু করে ৷
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়্রায় ৷ প্লাস্টিকের একাধিক দাহ্য় মজুত থাকায় নিমেষের মধ্যে আগুন আগ্রাসী রূপ নেয় ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷ এদিকে ঘিঞ্জি এলাকায় কারখানা হওয়ায় দমকল প্রবেশ করতে গিয়ে একাধিক সমস্যার সৃষ্টি হয় ৷ দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন ৷ এলাকায় যানজটের সৃষ্টি হয় ৷ তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি ৷ কারখানায় কোনও লোকজন না থাকায় প্রাণহানি হয়নি ৷ স্থানীয়দের মতে অগ্নিকান্ড হলেও লোকজন না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ৷